logo

Copyright ©2021 HASBD

November 25, 2016

প্রোস্টেট ক্যান্সারের লক্ষণসমূহ কী কী?

Category: Disease,

প্রোস্টেট ক্যান্সারের লক্ষণসমূহ কী কী?

পুরুষদের যে ক্যান্সারটি সবচেয়ে বেশি হয় সেটি হল প্রোস্টেট ক্যান্সার। এই ক্যান্সারের প্রধান লক্ষণসমূহ হল-

  • ঘন ঘন প্রসাব করা
  • প্রসাবে জ্বালাপোড়া
  • বেগ থাকা সত্বেও প্রসাব করতে কষ্ট হওয়া
  • প্রসাবের সাথে রক্ত পড়া
  • পা ফোলা
  • পেলভিস ও রেক্টাল অঞ্চলে অসস্তি বোধ করা
  • বীর্জপাতের সময় প্রচন্ড ব্যাথা হওয়া

 

কাদের ঝুকি সবচেয়ে বেশি?

১.যাদের বয়স ৬৫ বছরের উর্ধে তাদের প্রোস্টেট ক্যান্সার হবার ঝুকি সবচেয়ে বেশি।

২. পরিবারের কারো প্রস্টেট ক্যান্সার হয়ে থাকলে এই রোগ হবার ঝুকি বেশি থাকে।

৩. ওজনের সাথে প্রস্টেট ক্যান্সার সম্পর্কযক্ত। যার ওজন যত বেশি তার প্রস্টেট ক্যান্সার হবার ঝুকি তত বেশি।