logo

Copyright ©2022 Doctor Appointment, Hospital and Ambulance Service

January 09, 2017

আপনার শিশুর উচ্চতা কিভাবে নিরুপন করবেন?

Category: Baby Health,

আপনার শিশুর উচ্চতা কিভাবে নিরুপন করবেন?

শিশুর ভবিষ্যত উচ্চতা কি হবে তার প্রতি আমাদের সবারই কম বেশি আগ্রহ থাকে। তারা কি পরিমান লম্বা হবে সেটি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট ফর মেডিক্যাল রিসার্চ এর মেডিক্যাল জেনেটিক্স এর অধ্যাপক ডেভিড রেভিন এর মতে, শিশুর উচ্চতা কতগুলি নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে। তার মতে, শিশুর উচ্চতা মূলত নির্ভর করে

-তার বাবা-মায়ের উচ্চতা

-গর্ভকালিন অবস্থায় প্রাপ্ত নিউট্রিশন

-পরিবেশ

-শিশুর জন্মের প্রথম কয়েক বছরে প্রাপ্ত পুষ্টির উপর।

 

শিশুর উচ্চতার ৭০% নিয়ন্ত্রিত হয় গ্রোথ হরমোন, মেটাবলিক এনজাইম ও হাড়ের গঠনের সাথে সংযুক্ত জিনের দ্বারা।

 

শিশুর উচ্চতার ৭০% জিনের গঠনের মাধ্যমের নিয়ন্ত্রিত হলেও কম উচ্চতার বাবা-মায়ের সন্তানও অনেক সময় লম্বা হয়ে থাকে। অধ্যাপক রেভিন এর মতে এর মূল কারন পুষ্টি। সঠিক সময়ে সঠিক পুষ্টি পেয়ে থাকলে শিশুরা বাকী ৩০% উচ্চতা পেয়ে থাকে। মায়েরা গর্ভাবস্থায় পরিমান মাফিক পুষ্টি গ্রহন করে থাকলে এবং শিশুর বাড়ন্ত বয়সে (জন্মের পর প্রথম কয়েক বছর) তাকে সঠিক মাত্রার পুষ্টির যোগান দেয়া সম্ভব হলে শিশুর উচ্চতা বাবা-মায়ের চেয়ে বেশি হবে।

 

সচেতন বাবা মা হিসাবে আপনার শিশুর উচ্চতার একটি চার্ট মেইনটেইন করুন। এর দুইটি সুবিধা আছে-

১. আপনি আপনার শিশুর বয়সের সাথে তার উচ্চতার পরিমাপ করতে পারবেন। সমবয়সী ও লিঙ্গের অন্যান্য শিশুর তুলনায় আপনার শিশুর উচ্চতার পরিমাপ সঠিক কি না তা নির্ধারন করতে পারবেন।

২. আপনার শিশুর উচ্চতা ও ডেভেলপমেন্ট সম্পর্কে ডাক্তার পরিষ্কার ধারনা পাবেন।