logo

Copyright ©2020 HASBD

ICU Ambulance

1
November 25, 2016

কি কারণে ফুসফুসের ক্যান্সার হয়

Category: Disease,

কি কারণে ফুসফুসের ক্যান্সার হয়

ধুমপানঃফুসফুসের ক্যান্সার যে কারো হতে পারে। তবে ৯০% ফুসফুসের ক্যান্সারের মূল কারণ ধুমপান।

ধুমপান করলে তা সাথে সাথে ফুসফুসের টিস্যু ধ্বংস করতে শুরু করে। এই ক্ষতি ফুসফুস পুষিয়ে নিতে পারে। কিন্তু ধুমপানের ধারা অব্যাহত রাখলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়না। ফুসফুসের কোন সেল সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেলে তা অস্বাভাবিক আচরণ কর শুরু করে; এবং পরবর্তীতে ফুসফুসের ক্যান্সারে পরিণত হয়। ধুমপান যত দ্রুত বন্ধ করবেন আপনার ফুসফুসের ক্যান্সারের ঝুকি তত দ্রুত কমবে।

 

র‍্যান্ডলঃ

র‍্যান্ডল হল এক ধরনের রেডিওঅ্যাক্টিভ গ্যাস, যা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। এটি মৌলিক পদার্থ রেডিয়ামের ডিকে প্রোডাক্ট যা সাধারনত বিল্ডিং ফাউন্ডেশনের ফাটল থেকে সৃষ্ট হয়।

 

অন্যান্য কারনঃ

অন্যান্য যে সমস্ত উপাদান ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী সেগুলি হল-

অ্যাসবেসটস

আর্সেনিক

ক্যাডমিয়াম

ক্রোমিয়াম

নিকেল

ইউরেনিয়াম

পেট্রোলেয়াম উপজাত

Freezer Van

1